
রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহের শুরুতে ব্যস্ততম দিনেই কলকাতার মা ফ্লাইওভারে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। চাকরির পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় এক তরুণী ও তার সঙ্গে থাকা Rapido চালক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার শিকার হন। পুলিশ সূত্রে খবর, হাওড়ার ডোমজুর থেকে টিসিএস-এর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য Rapido বাইকে উঠেছিলেন আরিত ভারতী নামের ওই তরুণী।
কিন্তু ফ্লাইওভারে ওঠার পর বাইকচালক অতিরিক্ত গতিতে যানটি চালাতে থাকেন এবং হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উলটে যায়। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত হন দু’জনেই।
দুর্ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট। সঙ্গে সঙ্গে ট্র্যাফিক পুলিশ ও স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে এসএসকেএম ও রুবির হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। উল্লেখ্য, মা ফ্লাইওভারে আগেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। দ্রুত গতির বলি হতে হয়েছে বহু মানুষকে। ট্র্যাফিক বিভাগ বারবার সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলেও চালকদের অসাবধানতায় লাগাতার ঘটেই চলেছে এমন মর্মান্তিক ঘটনা। পুলিশের পক্ষ থেকে আবারও সতর্ক করা হয়েছে – হেলমেট বাধ্যতামূলক, গতি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কোনও অবস্থাতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না।
Be the first to comment