প্রায় সাড়ে ৮০০ কোটিরও বেশি টাকার জালিয়াতির অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল রোটোম্যাক কোম্পানির মালিক বিক্রম কোঠারিকে। অভিযোগ দায়েরের পরই সিবিআই গ্রেফতার করে রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর কোঠারিকে। যদিও সরকারি সূত্রে গ্রেফতারির সম্পর্কে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পাসপোর্ট।
প্রসঙ্গত, নীরব মোদীর পর বিক্রম কোঠারির দেশ ছেড়ে পালানো নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সোমবার সকালেই রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি দাবি করেন, বিদেশে নয় দেশেই বহাল তবিয়তে আছেন তিনি। এরপরই ৮৩৭ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের করে কোঠারি ও তাঁর পরিবারকে জেরা শুরু করে সিবিআই।
তবে রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি জানিয়েছেন, হ্যাঁ, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি। কিন্তু সেই ঋণ আমি শোধ করিনি এমন কথা সম্পূর্ণ মিথ্যে। আমি কানপুরেই রয়েছি। কোথাও পালাচ্ছি না।
Be the first to comment