আবারও বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। ধর্মের বিভাজন নিয়ে প্রশ্ন তুলে তাঁর মন্তব্য দেশের নাম যখন হিন্দুস্তান, তখন এই দেশ শুধুই হিন্দুদের। মুসলিমদের নয়।
প্রসঙ্গত, সোমবার উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিক্রম সাইনি। তখনই বিস্ফোরক মন্তব্য করেন গেরুয়া বাহিনীর বিধায়ক। তিনি বলেন আগের সরকারের জমানায় মুসলিমরা বাড়তি সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু বর্তমান সরকার সবার সমানাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
বিক্রম সাইনি আরও বলেন, আমি কট্টর হিন্দুত্ববাদী। আমাদের দেশের নাম হিন্দুস্তান, অর্থাৎ এই দেশ হিন্দুদের। আগে দাড়ি যত লম্বা হত মিলত তত বড় চেক। কিন্তু আজ জাতপাতের ঊর্ধ্বে সবাই সমান সরকারি সুবিধা পান। পাশাপাশি তাঁর অভিযোগ, কিছু অযোগ্য লোক এক সময় মুসলিমদের দেশ ছাড়তে বাধা দিয়েছিলেন। যার ফলে আজ যত ঝামেলা। মুসলিমরা দেশ ছাড়লে সব জমি হিন্দুদের হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।
Be the first to comment