রাজ্যসভায় পাস হয়ে গেলো উচ্চবর্ণ সংরক্ষণ বিল

New Delhi: A view of the Rajya Sabha during Winter Session of Parliament, in New Delhi, Monday, Jan 7, 2019. (PTI Photo) (RSTV grab via PTI) (PTI1_7_2019_000067B)
Spread the love

উচ্চবর্ণের ১০% সংরক্ষণ বিল পাশ হয়ে গেলো লোকসভা ও রাজ্যসভায়। তবে সংরক্ষণকে সমর্থন করলেও বিরোধীরা প্রায় একসুরে কটাক্ষ করে বলেছে, ঠিক ভোটের মুখেই গরিবদের কথা মনে পড়ল মোদী সরকারের? এটা গিমিক ছাড়া আর কি?

এছাড়া, বুধবার ৯জানুয়ারি রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, আমরা এই বিলের সমর্থনে ভোট দিয়েছি। কিন্তু সংবিধান সংশোধনী বিল এটি, কেন্দ্র সরকার তাড়াহুড়ো না করে সিলেক্ট কমিটিতে পাঠাতে পারতো। তাই সমর্থন করলেও আমাদের এই প্রতিবাদ আছে। শুধু তাই নয়, কেন্দ্র বাৎসরিক ৮ লক্ষ টাকা পর্যন্ত  আয়ে সংরক্ষণ দেবে।

সুখেন্দু বাবু এ কথা বলে,একটি তথ্য তুলে ধরেন। তা হলো ভারতবর্ষে বেশিরভাগ মানুষের মাসিক আয় ৭০০০ হাজার টাকা। আন্তর্জাতিক একটি  সমীক্ষা রিপোর্ট এ কথা বলে। তা হলে বছরে ৮লক্ষ টাকা  রোজগেরে মানুষ কি করে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*