পাহাড়ের সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক গুরুঙের

Spread the love
গোর্খাল্যান্ডের দাবি পূরণে পাহাড়ের সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিলেন বিমল গুরুং। আজ এক অডিও বার্তায় পাহাড়ের দ্বিতীয় বড় দল GNLF, জন আন্দোলন পার্টি, CPRM, কংগ্রেস সহ প্রতিটি দলকেই আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, বরোল্যান্ড নিয়ে কেন্দ্র আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তাহলে গোর্খ্যাল্যান্ড নয় কেন? তাই সব রাজনৈতিক দলের কাছে গুরুঙের আহ্বান, একযোগে অরাজনৈতিক মঞ্চ গড়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন হোক।
হঠাৎ করে কেন সব রাজনৈতিক দলকে আহ্বান জানালেন বিমল গুরুং ? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাহাড়ে। অতীতে আন্দোলন চলাকালীন একবার মঞ্চ গড়ার চেষ্টা হয়েছিল। কিন্তু, সেই মঞ্চকে খুব একটা পাত্তা দিতেন না গুরুং। আজ অবশ্য অন্তরালে থেকে নিজেকে প্রাসঙ্গিক রাখতে অডিও বার্তা দিয়ে সেই অরাজনৈতিক মঞ্চের উপরই জোর দিয়েছেন তিনি।
তবে গুরুঙের এই আহ্বানে সতর্কভাবে প্রতিক্রিয়া জানাতে চাইছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। GNLF-র সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, “গুরুঙের সমর্থনে পাহাড়ে BJP-র সাংসদ রয়েছে। সেই সাংসদ মধ্যস্থতা করলেই কেন্দ্র বৈঠক ডাকতে পারে। তখন আলোচনা হতেই পারে। কিন্তু আপাতত মঞ্চ গড়ার প্রয়োজন কতটা তা খতিয়ে দেখব।
জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীর বলেন, “হঠাৎ করে গুরুং মঞ্চ চাইছেন। আমরা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করছিই। কিন্তু এখনকার পরিস্থিতিতে মঞ্চ গড়ে আন্দোলন নিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে। যদিও গুরুঙের এই আহ্বান নিয়ে BJP ও অন্য ছোটো দলগুলির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিনয় তামাং শিবিরের নেতাদের বক্তব্য, কার্যত পায়ের তলার মাটি সরে যাওয়াতেই এখন অন্য দলগুলির ঘাড়ে মাথা রেখে পাহাড়ে ফিরতে চাইছেন বিমল গুরুং। সেই কারণে এই আহ্বান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*