সকাল সকাল ভোট দিলেন বিমল গুরুং। চোখেমুখে দেখা গেল সেই চেনা আত্মবিশ্বাস। ভোট দিয়ে বললেন, “জয় নিশ্চিত আমাদের। পাহাড়ের মানুষের সাথে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সাথে করেছে।”
পরিসংখ্যান বলছে ২০১৯ সালের উপনির্বাচনে দার্জিলিংয়ে যেতে বিজেপি। এমনকি লোকসভাতেও তিনটি আসনেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বিমল গুরুং জয় দেখছেন তাঁর নিজের যুক্তিতে। তাঁর কথায়, মানুষ পাহাড়ে শান্তি আর উন্নয়নের হয়ে ভোট দেবেন। দিদি সরকার গঠন করবে। আপাতত মুখের কথাটা সত্যি করাই বড় চ্যালেঞ্জ বিমল গুরুংয়ের।
Be the first to comment