বৃদ্ধতন্ত্রের হানায় এবার কি তবে বাদ বিমান বসু!

Spread the love

বঙ্গ সিপিএমকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সম্মেলন থেকে। বৃদ্ধতন্ত্রে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও অসুস্থ গৌতম দেব। তবে রয়ে গিয়েছিলেন আর এক প্রবীণ নেতা বিমান বসু। সেই বিমান বসু এখনও তারুণ্যে তরতাজা হলেও পলিটব্যুরো থেকে তাঁকে সরানোর জন্য আওয়াজ উঠে পড়েছে ইতিমধ্যে। আগামী বুধবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে সিপিএমের পার্টি কংগ্রেস। এই পার্টি কংগ্রেসেও বৃদ্ধতন্ত্রের অবসান ঘটানোর প্রক্রিয়া জারি থাকবে। সেইমতোই ৮০ কোঠায় পৌঁছে যাওয়া রামচন্দ্রণ পিল্লাইয়ের পলিটব্যুরো থেকে বিদায় নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেই প্রেক্ষিতেই উঠবে বিমান বসুর নাম। তাঁকে পলিটব্যুরো থেকে সরানোর দাবি উঠবে। তবে সেই দাবি কতটা যুক্তিযুক্ত তা বলা বাহুল্য। রাজ্যেএ সিপিএম তরুণদের প্রাধান্য দিতে চাইলেও এখনো বিমান বসু অনন্য। তাঁর এই পার্টির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এখনকার তরুণ প্রজন্ম কতটা দেখাতে পারবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*