যথেষ্ট বিড়ম্বনা রাজ্যের জন্য। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিনয় তামাং জানিয়ে দিলেন, কোনমতেই বিমল গুরুঙ্গদের সঙ্গে একযোগে কাজ করা আর তাদের পক্ষে সম্ভব নয়। মঙ্গলবার সকালে সল্টলেক গোর্খা ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিটিএর চেয়ারম্যান বিনয় তামাং বলেন, বিমল গুরুং পাহাড়ে গেলে আবার পাহাড় অশান্ত হবে, তা তারা চান না। একই সঙ্গে তাঁর যুক্তি, এখানে দুটি ফ্যাক্টর কাজ করছে, একটা রাজনৈতিক সমীকরণ, অন্যটা নির্বাচন।
সকলে রাজনৈতিক বিষয়টি দেখছেন, কিন্তু ২০২১ এর নির্বাচনে বিমলকে নিয়ে এগুলো যে বিরূপ ফল হবে, আকার-ইঙ্গিতে তা এদিন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছেন বিনয় তামাং।
যদিও তার বক্তব্য, গোটা বিষয়টি তে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচারবুদ্ধির উপরে শ্রদ্ধাশীল। ফলে তিনি এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে মনে করি। আমরা আমাদের বক্তব্য বিকেলের বৈঠকে জানিয়ে দেবো।
এদিকে কলকাতায় যখন যুযুধান দু পক্ষকে মিলাতে রফা সূত্র খুঁজতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন পাহাড়ে বিমল বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। সকাল থেকেই দার্জিলিংয়ের মিছিল বের করে বিনয় পন্থীরা। বিমল গুরুংয়ের বিরুদ্ধে স্লোগান ওঠে মিছিল থেকে। যদিও বিমল গুরুংপন্থীরা বসে নেই। আজ দুপুরেই মিরিকে বিমল পন্থীদের বৈঠক হওয়ার কথা। ফলে সব মিলিয়ে পাহাড় নিয়ে আবার উত্তেজনার পারদ ছড়াচ্ছে।
Be the first to comment