আজ বিশ্ব জৈবজ্বালানী দিবস; পরিচ্ছন্ন ভবিষ্যতের উদ্দেশ্যে জৈবজ্বালানীতে জোর রাজ্য সরকারের

Spread the love

আজ বিশ্ব জৈবজ্বালানী দিবস; পরিচ্ছন্ন ভবিষ্যতের উদ্দেশ্যে জৈবজ্বালানীতে জোর রাজ্য সরকারের। জৈবজ্বালানী সংগ্রহ করা হয় জীবিত পদার্থের থেকে। জৈবজ্বালানীর মাধ্যমে শক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ে, আমদানি খরচ কমে, অভ্যন্তরীণ কৃষির উন্নতি হয়।

রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালাচ্ছে গোবর গ্যাস তৈরীর লক্ষ্যে যাতে করে বিদ্যুৎ হিসেবেও এই গ্যাস ব্যবহার করা যায়। সম্প্রতি গোবরগ্যাস উৎপাদনের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকেও উৎসাহ প্রদান করছে রাজ্য সরকার। বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি গোবরগ্যাস উৎপাদনের দায়িত্বে আছে।

বিভিন্ন ধরনের জৈবজ্বালানী আছে, যেমন, গোবরগ্যাস, ইথানল, বায়োডিজেল। মানুষ ও বিভিন্ন প্রাণীর মল থেকে বায়োগ্যাস তৈরী হয়। এই বায়োগ্যাসের মাধ্যমে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রিডের মাধ্যমে পাঠানো হয় জ্বালানী হিসেবে বা বিদ্যুৎ হিসেবে। আজকাল যানবাহনের জ্বালানী হিসেবেও ব্যবহৃত হচ্ছে এই গোবরগ্যাস।

এদিকে জৈবজ্বালানী দিবস উপলক্ষে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আজ জৈব জ্বালানী দিবস। নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি জৈব জ্বালানীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*