তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের এক উজ্জ্বল তারকা যুবরাজ সিং এর বায়োপিক..

Spread the love

অমৃতা ঘোষ:-

ভারতীয় ক্রিকেটে একাধিক তারকার বায়োপিক তৈরি হয়েছে। মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজ়হারউদ্দিন, কপিল দেব, সচিন তেন্ডুলকরের জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এবার এই তালিকায় নাম উঠতে চলেছে যুবরাজ সিংয়ের। তাঁর বায়োপিক তৈরি হচ্ছে। এই খবরটি জানান চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ।
ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং একটা আবেগের নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতের জাতীয় দলে তিনি প্রবেশ করেন। এরপর তিনি ধীরে ধীরে নিজেকে প্রমাণ করা শুরু করেন। বিদেশের পর দেশের মাটিতে তিনি একের পর এক ম্যাচে ভালো পারফর্ম করতে থাকেন।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে তিনি দলকে ভরসা জোগান। তিন ফর্ম্যাটেই তিনি দলে নিয়মিত ছিলেন। তবে তাঁর কেরিয়ারে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান্সার জয় করে ফিরে আসা। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের সময় রক্তবমি কাটিয়ে তিনি যেভাবে বিশ্বকাপের সেরা হন তা ইতিহাসে লেখা থাকবে।
যুবির এই লড়াই এবার ফুটে উঠছে রূপোলি পর্দায়। তরণ আদর্শ জানিয়েছেন, যুবরাজ সিংয়ের বায়োপিক প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচাঁদা। যদিও এরথেকে বেশি কিছু জানানো হয়নি। যুবরাজ সিংয়ের চরিত্রে কে অভিনয় করবেন সেটাও জানানো হয়নি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর দুর্দান্ত ব্যাটিং ও ফিল্ডিংয়ের সুবাদে টিম ইন্ডিয়ায় আলাদা পরিচিতি গড়ে তোলেন যুবরাজ সিং। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের সেরা হন তিনি। এরআগে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপেও সেরা হন তিনি। এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে একই ওভারে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়েন।
টিম ইন্ডিয়ার হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি২০ ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। টেস্টে ৩টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি সহ মোট ১৯০০ রান করেছেন যুবরাজ। একই সঙ্গে ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরি সহ মোট ৮৭০১ রান করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১১৭৭ রান করেছেন যুবরাজ সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*