ভারতীয় সেনাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা উচিত। এমন দাবিই করলেন, সেনাপ্রধান বিপিন রাওয়াত। বুধবার দিল্লিতে একটি সেমিনারে অংশ নেন সেনাপ্রধান। তিনি বলেন, ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনাদের মধ্যে রাজনীতিকরণ শুরু হয়েছে।
পাশাপাশি, সেনাপ্রধান আরও বলেন আমরা ধর্মনিরপেক্ষতার কথা মাথায় রেখে কাজ করি। তাই, মিলিটারিকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে সেনাপ্রধান বলেন, পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। এর বেশি কিছু বলব না।
Be the first to comment