পাকিস্তানের কাজকর্ম দেখে মনে হয় না তারা সত্যিই শান্তি চায়ঃ বিপিন রাওয়াত

Spread the love

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা কোনওভাবেই সম্ভব নয়, শনিবার এমন কথাই বললেন, ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এদিন তিনি বলেন, পাকিস্তানের কাজকর্ম দেখে একবারও মনে হয় না যে, তারা সত্যিই শান্তি চায়।
প্রসঙ্গত, আজ ভারত ও পাক সীমান্তের কাছে ওয়েস্টার্ন সেক্টরের থর মরভূমিতে সাউদার্ন কম্যান্ডের মহড়া পরিদর্শনে গিয়েছিলেন রাওয়াত। তিনি বলেছেন, প্রথমে পাকিস্তানকে জঙ্গিদের মদত বন্ধ করতে হবে। তাহলেই শান্তি আলোচনায় বসা হবে। তিনি আরও জানান, আমরাও সুসম্পর্ক চাই। কিন্তু তারা যে কাজকর্ম করছে এবং জম্মু ও কাশ্মীরে যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, তাতে মনে হয় না যে, পাকিস্তান প্রকৃতপক্ষেই শান্তি চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*