পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য তৈরী ভারতঃ বিপিন রাওয়াত

Spread the love

পাকিস্তানকে ফের একহাত নিলেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সোমবার ভারতীয় সেনার ৭০তম দিবসে তিনি সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, ছিঁচকে চোরের মতো জঙ্গিদের ভারতে ঢোকাচ্ছে পাকিস্তান।

পাশাপাশি রাওয়াত বলেন, পাকিস্তানি সেনা ক্রমাগত সন্ত্রাসবাদীদের সাহায্য করে চলেছে৷ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারত।> ভারতীয় সেনা যে শত্রুদের রুখতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে, তাও জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন, পাকিস্তান যদি তাদের কাজকর্মের মাধ্যমে ভারতকে বিপাকে ফেলে তাহলে ভারত অন্য রাস্তা দেখবে। তখন মিলিটারিদের এগিয়ে দিতে হবে। আমরা কোনওভাবেই ভারতের বিরুদ্ধে কোন কার্যকলাপ বরদাস্ত করব না।

রাওয়াত আরও বলেন, পাকিস্তানের দিক থেকে অনবরত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। যতবারই এমন হবে, ভারত তার মোকাবিলা করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*