তামিলনাড়ুতে ভেঙে পড়লো সেনা কপ্টার, ছিলেন বিপিন রাওয়াত সহ ১৪ জন

Spread the love

তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ৷ ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ৷ বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে কী কারণে এমআই-১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়লো, সেটা স্পষ্ট নয় ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ। গুরুতর জখম কয়েকজন সওয়ারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করা হয়েছে ৷ ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরে রের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷

ইতিমধ্যেই ঘটনাটি জানিয়ে টুইট করেছে বায়ুসেনা। কী ভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে। ঘটনার পর বায়ুসেনার টুইট, তামিলনাড়ুর কুন্নুরে একটি IAF MI-17V5 হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এদিন। ওই কপ্টারে ছিলেন CDS জেনারেল বিপিন রাওয়াত। কেন ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*