আফস্পা নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত

Spread the love

‘আফস্পা’ নিয়ে নতুন করে ভাবার সময় এখনও আসেনি। সোমবার একথাটাই স্পষ্ট করে দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এদিন তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য সেনাবাহিনী যথেষ্ট তৎপর। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে স্পর্শকাতর এলাকায় আফস্পা চালু রয়েছে। ইতিমধ্যেই এলাকাগুলোতে আফস্পার ধারা সাময়িকভাবে প্রত্যাহার করা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে খবর।

আফস্পায় কঠোর কিছু নীতি রয়েছে যার সুবিধা পেয়ে থাকে সেনাবাহিনী। রাওয়াত বলেছেন, এই আইনের এমন কোনও দিক তাঁরা কঠোরভাবে প্রয়োগ করেন না যাতে মানুষের অসুবিধা হয়। পাশাপাশি জঙ্গি দমনে গোয়েন্দা সংস্থাগুলোর আরও সমন্বয়ের দরকার আছে কিনা সে প্রশ্নে রাওয়াত বলেছেন, এই কাজ দক্ষতার সঙ্গেই করা হচ্ছে। জঙ্গি দমনে জম্মু-কাশ্মীরে সেনা জিরো টলারেন্স নীতি নিয়েছে। কোনও রকম প্ররোচণা দেখলেই গুলি চালাচ্ছে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*