বর্তমান যোগাযোগ প্রযুক্তির বিবর্তনের নতুন এক মাত্রা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেন, ইন্টারনেট নতুন কিছু নয় মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল, ছিল স্যাটেলাইট। এক জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই সংবাদ। ১৭ এপ্রিল, মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিপ্লব দেব।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাঠে না গিয়েও যুদ্ধের সম্পূর্ণ বিবরণ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে অন্ধ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। এর অর্থ হল তখনও আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তি ছিল। কম্পিউটারাইজড গণবন্টন ব্যবস্থার উদ্বোধনের অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ইউরোপিয়ান এবং আমেরিকানরা স্যাটেলাইট বা টেলিভিশন তাদের আবিষ্কার বলে দাবি করে। কিন্তু, সেটা সঠিক নয়। ওই সবই ভারতের আবিষ্কার।
বিপ্লব দেব আরও বলেন, ইন্টারনেট প্রযুক্তি হাজার বছরেরও বেশি সময়ের আগে আবিষ্কার হয়েছিল এবং ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার বা এনআইসি এটি ব্যবহার করছিল। বিপ্লব দেব মনে করেন প্রযুক্তি শুধু ধনীদের জন্য সীমিত থাকা উচিত নয়। বরং গরীবদেরও এতে সমান সুযোগ থাকা উচিত।
৪৭ বছর বয়সী আরএসএস কর্মী বিপ্লব দেব বিপুল জনসমর্থন নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এসেছেন। তাঁর জয়েই শেষ হয়ে গিয়েছে ওই রাজ্যের দীর্ঘ তিন দশকের বাম শাসন।
Be the first to comment