প্রথম জেলা সফরে বেরিয়ে ৪ জন সরকারী আধিকারিককে সাসপেন্ড করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথমবার জেলা সফরে বের হন বিপ্লব কুমার দেব। মহকুমার অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা ভগীরথপাড়ায় যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করেন। পরে এলাকাবাসীদের কাছে জানতে পারেন, পথ চলাচলের একমাত্র রাস্তা মাত্র দু’বছর আগে তৈরি করেছে একটি বেসরকারি নির্মাণ সংস্থা। রাস্তাটি পাঁচ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। কিন্তু, দু’বছরের মধ্যে খারাপ হয়ে গেলেও তার কোনও সংস্কার হয়নি। মুখ্যমন্ত্রী নিজে রাস্তার অবস্থা খতিয়ে দেখেন। এরপরই নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেন।
সেইসঙ্গে যে ৪ সরকারি আধিকারিক এই রাস্তা তৈরিতে ব্যবহৃত সামগ্রীর গুণমান পরীক্ষার দায়িত্বে ছিলেন তাঁদের সাসপেন্ড করার নির্দেশ দেন। পাশাপাশি সরকারি অর্থে প্রাপ্ত ঘর ও শৌচালয়গুলি ঘুরে দেখেন। অনেক ক্ষেত্রে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
Be the first to comment