বেলাগাম মন্তব্য অব্যাহত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। মহাভারতের যুগে ইন্টারনেট থেকে শুরু করে, বিশ্বসুন্দরী ডায়না হেডেনের শিরোপা নিযে প্রশ্ন, সিভিল ইঞ্জিয়ারদের সিভিল সার্ভিসে বসার পরামর্শ একের পর এক আলপটকা মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে চলেছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেই তালিকায় এবার নয়া সংযোজন রাজ্যের বেকার ছেলেদের সরকারি চাকরি না খুঁজে পানের দোকান খোলার পরামর্শ ।
রাজ্যের বেকার যুবকদের পানের দোকান খোলার পরামর্শ দিলেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী। শনিবার একটি অনুষ্ঠানে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান নিয়ে বক্তব্য রাখছিলেন বিপ্লব দেব। সেসময় তিনি বলেন, ‘রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীরা সরকারি চাকরি পাওয়ার আশায় কিছু না করে বসে আছেন । যেন-তেন প্রকারে একটা সরকারি চাকরি পেতে নেতা-মন্ত্রীদের পিছনে ঘুরে সময় নষ্ট করছেন।’ তাদের জন্য মুখ্যমন্ত্রীর নিদান, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আর্থিক সাহায্য নিয়ে পানের দোকান বা পোলট্রি খামারের মতো ছোট ছোট ব্যবসা খুললেও মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত রোজগার হতে পারে। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর বদলে যুব সমাজের সরকারি চাকরির প্রতি এমন মোহের জন্য বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পূর্বতন বাম সরকারকেই দায়ী করেছেন।সদ্য রাজ্যে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিপ্লব দেবের নেতৃত্বে ক্ষমতায় এসেছে বিজেপি-আইপিএফটি জোট৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন বিপ্লব দেব৷
Be the first to comment