জাতীয় নাগরিকপঞ্জি করে অসম সরকার যদি সফল হয়, তাহলে ত্রিপুরাতেও তা করা হবে। শনিবার এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এনআরসি নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের নানা রাজ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বিপ্লব দেবের মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে কী ঘটছে, সেদিকে সকলে লক্ষ রাখছে।কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট এবং দেশের মানুষ, সবাই দেখছে এনআরসি সফল হয় কিনা।
অসম ও উত্তর-পূর্ব ভারতে যে বাংলাদেশিরা বেআইনিভাবে বাস করছে, তাদের চিহ্নিত করতে জাতীয় নাগরিকপঞ্জি সাহায্য করবে বলে কেন্দ্রীয় সরকার মনে করে। অসমে ওই নাগরিকপঞ্জির খসড়া প্রকাশিত হয়েছে ৩০ জুলাই। তাতে ৪০ লক্ষ অসমবাসীর নাম বাদ গিয়েছে।
বিপ্লব দেব বলেছেন, এনআরসি হবে কিনা স্থির করবে কেন্দ্রীয় সরকার। যদি কেন্দ্র এমন আইন পাশ করে আমি ত্রিপুরায় তা প্রয়োগ করব।
গত বৃহস্পতিবার ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা নামে একটি দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। ত্রিপুরায় এনআরসি করার দাবি জানান। রাজনাথ অবশ্য তাঁদের কোনও প্রতিশ্রুতি দেননি।
Be the first to comment