সরকারি চাকরির জন্য নেতাদের পিছনে না দৌড়ে বেকার যুবকদের গরুর দুধ বেচতে পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার নিজেই ৫ হাজার পরিবারকে গরু বিলোবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাসভবনে তিনি গরু পুষবেন, যাতে সেই গরু থেকে তাঁর পরিবারের দুধের প্রয়োজন মেটে।
তাঁর কথায় তিনি নিজের পরিবারে গোপালন করবেন। তাতে ত্রিপুরার লোক গরু রাখতে উৎসাহিত হবেন। রাজ্যে অপুষ্টি দূর হবে। তিনি বড় শিল্পের বিরোধী নন। তবে সেসব শিল্পে ১০ হাজার কোটি টাকার লগ্নি করে ২ হাজার লোকের কাজ হয়। কিন্তু যদি ৫ হাজার পরিবারকে ১০ হাজার গরু দেওয়া হয়, তবে ৬ মাসের মধ্যে তারা রোজগার করতে শুরু করবে। এমন কোনও শিল্প আছে যা ৬ মাসের মধ্যে রোজগার করতে পারবে, প্রশ্ন তাঁর। জমি কিনতেই তো ৬ মাস চলে যায়। এর আগে বেকারদের পানের দোকান খোলারও পরামর্শ দিয়েছিলেন তিনি।
Be the first to comment