এপিজে আবদুল কালাম সম্পর্কে আবারও বেফাঁস মন্তব্য করলেন বিপ্লব দেব

Newly elected CM Biplab Deb being sworn in at Assam Rifles ground in Agartala on Friday. Prime Minister Narendra Modi is also seen in the picture. Express photo by Abhisek Saha 09.03.2018
Spread the love
উল্লেখ্য, এপিজে আব্দুল কালামের জন্ম ১৯৩১ সালের ১৫ অক্টোবর। তিনি প্রয়াত হন ২০১৫ সালের ২৭ জুলাই। কিন্তু, ধর্মনগরে একটি বইমেলার উদ্বোধনে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে তা গুলিয়ে ফেলেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, জুলাই মাস বিখ্যাত পরমাণু বিজ্ঞানী তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্ম মাস। তাঁকে শ্রদ্ধা জানাতে গোটা জুলাই মাস ধরে তাঁর লেখা বই পড়া উচিত।

এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরে নোবেল প্রাইজ নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন বিপ্লব কুমার দেব। রবীন্দ্র জয়ন্তীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করে নোবেল প্রাইজ ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও বাস্তবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*