ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের প্রথম বাজেটেই পেট্রোপণ্যের দাম বাড়ানোর সুপারিশ। ১৬,৩৮৭ কোটি ২১ লক্ষ টাকার ঘাটতি মেটাতে এই প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বাজেট প্রস্তাব অনুযায়ী পেট্রোলের ওপর ২ শতাংশ বিক্রয়কর বৃদ্ধি ও মোট কেনাবেচার ওপর ২ শতাংশ সেস বসানো হচ্ছে। ডিজেলের ওপর চেপেছে অতিরিক্ত ১ শতাংশ কর এবং সেস ২ শতাংশ। একই হারে কর ও সেস বাড়ছে সিএনজি–র ক্ষেত্রেও।
এর ফলে পেট্রোলের দাম বাড়তে চলেছে ১ টাকা ২০ পয়সা এবং ডিজেলের দাম ৫৫ পয়সা। সেইসঙ্গে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের ওপরও করের বোঝা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র অটোরিকশাকে। ইতিমধ্যেই দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছে সিপিএম। এভাবে পেট্রোপণ্যের ওপর কর ও সেস বসানোর প্রস্তাবে জিনিসপত্রের দাম ও জনগণের দুর্ভোগ দুটিই বাড়বে বলে দাবি তাঁদের।
Be the first to comment