বেশী দিন হয়নি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ৷ আর এর মধ্যেই বহু বিতর্কিত মন্তব্য করে জগৎজোড়া নাম হয়েছে তাঁর ৷ একাধিকবার উঠে এসেছেন সংবাদ শিরোনামে। সম্প্রতি দলীয় কর্মীদের বেফাঁস মন্তব্য না করার আদেশ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ কিন্তু তারপরেও থামানো যায়নি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৷ এ বার তাঁর মুখ বন্ধ করতে আসরে নেমে পড়লেন মোদী নিজেই ৷ জানা গিয়েছে, আগামী ২ মে তাঁর সঙ্গে আলোচনায় বসবেন নমো এবং বিজেপির সভাপতি অমিত শাহ ৷
শোনা যাচ্ছে, তাঁর বেফাঁস মন্তব্যের জেরে ত্রিপুরার বিজেপি শিবিরের অন্দরে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে ৷ এ বছরই মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ ৷ আর তা নিয়েই বিশেষ কিছু অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ সেই কারণে দিল্লিতে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী ৷ সেখানেই উপস্থিত থাকবেন বিপ্লব দেব ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই বিপ্লব দেবকে আলাদা করে ডেকে কথা বলবেন প্রধানমন্ত্রী ৷
Be the first to comment