ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিপ্লব দেব

Spread the love

শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব৷ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলের অন্যান্য নেতারা৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, বিজেপি নেতা রাম মাধব, ভূপেন্দ্র যাদব এবং অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ অনান্যরা আজ দুপুর ১২টা নাগাদ অসম রাইফেলস ময়দানে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপ্লব দেব জানান, ত্রিপুরার মানুষকে আমি ভালোবাসি৷ ত্রিপুরার উন্নয়ন হবেই৷ আগের সরকার যা করেনি৷ আমি তা করে দেখাব৷ পাশাপাশি বিপ্লব আরও বলেন, রাজ্যের মানুষই আমার শক্তি। যারা আমার সঙ্গে দেখা করতে আসেন তাদের থেকেই শিক্ষা পাই। বামেরা ত্রিপুরায় কাজ করার সুযোজ পেয়েছে। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। রাজ্যের সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে এখানে উন্নয়ন করা যায় তা এবার বিজেপি দেখাবে। ত্রিপুরার মানুষ তাদের রায় দিয়েছেন, এবার কাজ করার পালা আমাদের।

সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ত্রিপুরার উন্নয়নে নতুন সরকার প্রত্যেক রাজ্যবাসী ও সমাজের প্রতিটি শ্রেণিকে একসঙ্গে নিয়ে চলবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হবে উন্নয়ন, সুশাসন, জনতার অংশগ্রহণ এবং সবকা সাথ সবকা বিকাশ। প্রধানমন্ত্রী যোগ করেন, আমি প্রধামনন্ত্রী হিসেবে উত্তর-পূর্বে একাধিকবার সফরে এসেছি। এটুকু বলতে চাই, উত্তর-পূর্বের সমস্যা বোঝে ভারতবাসী এবং প্রত্যেক দেশবাসী উত্তর-পূর্বের পাশে থাকবে।

অপরদিকে, উপমুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হতে চলেছেন জিষ্ণু দেববর্মা৷ কিন্তু তিনি এখনও বিধানসভায় নির্বাচিত হননি। কারণ তাঁর বিরুদ্ধে যে বামপ্রার্থী দাঁড়িয়েছিলেন নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*