প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। লিভারের সমস্যাজনিত কারণে বেশ কিছু দিন ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।
থিয়েটারের অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন বিপ্লবকেতন চক্রবর্তী। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও ধারাবাহিকে। তাঁর কন্যা সুদীপ্তা ও বিদিপ্তা চক্রবর্তীও পর্দায় পরিচিত মুখ। তাঁদের অভিনয়ে হাতেখড়ি বিপ্লববাবুর কাছেই। স্ত্রী দীপালি চক্রবর্তি ওডিসি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু।
চেতনা’ নাট্যগোষ্ঠীর সঙ্গে তাঁর অভিনয় জীবন শুরু। ‘মারিচ সংবাদ’ নাটকে তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলা থিয়েটারের ইতিহাসে। পরবর্তীকালে ‘থিয়েটারওয়ালা’ নামে নিজের দল তৈরি করেন। ‘বাঘু মান্না’ তাঁর পরিচালনায় একটি বিখ্যাত নাটক। তবে শুধু মঞ্চ নয়, টেলিভিশনেও তাঁর বহু অবদান রয়েছে।
Be the first to comment