বিশেষ প্রতিনিধি,
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করা৷ এমনই পরামর্শ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সংবাদমাধ্যমের সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, তাঁর কথাবার্তা থেকে পরিস্কার তিনি হতাশ হয়ে পড়েছেন৷
এই বিতর্কের মাঝে অন্য সমীকরণ খুঁজে পেয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ এরআগে, সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মহাভারতের যুগেও ভারতে ইন্টারনেট ছিল। তার আরও দাবি, মহাভারতে সঞ্জয় যেভাবে যুদ্ধক্ষেত্র থেকে বহুদূরে অবস্থান করেও ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা দিয়েছেন, তা থেকেই বোঝা যায় সেই যুগেও ইন্টারনেট ছিল, স্যাটেলাইট ছিল। না হলে চোখ দিয়ে তিনি অতদূর দেখতে পেতেন কী করে!
তবে বিপ্লব দেবের সে যুক্তিতে সায় দেওয়ার মতো স্বর খুঁজে বার করা যায়নি। উল্টে এই মন্তব্যের জেরে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। তবে বিপ্লবের একের পর এক বিস্ময়কর মন্তব্যে তাঁর ভাবনা চিন্তার স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, বিশেষ করে তৃণমূল৷
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলার মুখ্যমন্ত্রী ত্রিপুরায় বিজেপির জয়কে খাটো করে দেখানোয় চটে গিয়েছেন বিপ্লব দেব৷ দিন কয়েক আগে একটি টিভি চ্যানেল সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় বিজেপির জয় নিয়ে প্রশ্ন করা হয়৷ জবাবে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় বামেরা ২৫ বছর শাসন করেছে৷ সেখানে বামেদের পরাজয়ের জন্য বিজেপির কোন ভূমিকা নেই৷ বিজেপির ত্রিপুরায় জয়কে পুরসভা জয়ের সঙ্গে তুলনা করেন তিনি৷
স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মন্তব্যে তুমুল বিতর্কের ঝড় উঠেছে বাংলায়৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূল কংগ্রেসের মহাসচিব জানিয়েছেন, খবরের প্রথম পাতায় জায়গা পেতেই অনেকে বাংলার মুখ্যমন্ত্রীর সম্পর্কে যা খুশি তাই বলে৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷
Be the first to comment