মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিলেন RBI-এর ডেপুটি গভর্নর বিরল আচার্য

Spread the love

ছবি- (এএনআই)

ইস্তফা দিলেন রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর বিরল আচার্য। ২০১৭ সালে তিনি আরবিআইয়ের ডেপুটি গভর্নরের দায়িত্ব পান। ৬ মাস মেয়াদ বাকি থাকতেই ব‍্যক্তিগত কারণে ইস্তফা দিলেন তিনি। গত বছর আরবিআইয়ের গভর্নরের পদ থেকে উর্জিত প‍্যাটেল ইস্তফা দেওয়ার সময় থেকেই বিরল আচার্যের ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। তবে কেন উর্জিত প্যাটেলের মতো বিরলও ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে ইস্তফা দিলেন তিনি? আর সেটাও মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে ৷ তাঁর এত আগে ইস্তফা দেওয়ার কারণ কী ? তা নিয়ে এখন সব মহলেই তৈরি হয়েছে জল্পনা ৷

উল্লেখ্য, উর্জিত প্যাটেলও মেয়াদ শেষ হওয়ার আগেই গতবছর ডিসেম্বরে ইস্তফা দেন। তিনিই রিজার্ভ ব্যাঙ্কের প্রথম অধিকর্তা যিনি প্রকাশ্যে মুখ খোলেন। এর জন্য তাঁকে পড়তে হয়েছিল সরকারের রোষের মুখেও। যার জেরে পরবর্তী কালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ ছাড়েন উর্জিত।

কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে চাপান-উতর হওয়ার কারণে উর্জিত প্যাটেল ইস্তফা দেন বলে জানা যায়। যদিও, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছিলেন। গত বছর এই নিয়ে মুখ খুলেছিলেন বিরলও ৷ তিনি বলেছিলেন, স্বশাসিত প্রতিষ্ঠানে নাক গলালে বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশ। শেষপর্যন্ত তিনিও মেয়াদ শেষ হওয়ার আগেই রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*