আইসিসির সেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক বিরাট, দলে ভারতের ক্রিকেটাররাও আছেন

Spread the love

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে। এ দলে রয়েছে দক্ষিণ আফ্রিকার তিনজন, অস্ট্রেলিয়ার তিনজন, ভারতের তিনজন এবং ইংল্যান্ডের দুজন। এছাড়াও আইসিসি ২০১৭ সালের বর্ষসেরা ওয়ানডে দলেরও ঘোষণা করেছে। একদিনের দলে ৭ দেশের ১১ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন এতে। ভারতের তিনজন আছেন, পাকিস্তানের দুজন, দক্ষিণ আফ্রিকার দুজন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের একজন করে খেলোয়াড় আছেন এই দলে।
টেস্ট ও ওয়ানডে দুই দলেরই অধিনায়ক করা বিরাট কোহলিকে। কোহলি ছাড়া ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, বেন স্টোকসরা জায়গা পেয়েছেন দুই দলে। প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচিত সাংবাদিকদের প্যানেল নির্বাচন করেছে এই বর্ষসেরা দল। ২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এই দল নির্বাচন করা হয়।
আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ:
১. ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ৩. বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), ৪. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), ৫. চেতশ্বর পুজারা (ভারত), ৬. বেন স্টোকস (ইংল্যান্ড), ৭. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেট কিপার), ৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ৯ .মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ১০.কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), ১১.জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
আইসিসির ওয়ানডের বর্ষসেরা একাদশ:
১.ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ২.রোহিত শর্মা (ভারত), ৩.বিরাট কোহলি (ভারত, অধিনায়ক) , ৪.বাবার আজম (পাকিস্তান), ৫.এবি ডি ভিলিয়ার্স(দক্ষিণ আফ্রিকা), ৬.কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক) , ৭. বেন স্টোকস (ইংল্যান্ড), ৮.ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ৯. হাসান আলি (পাকিস্তান), ১০.রশিদ খান (আফগানিস্তান) , ১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*