রাজকুমার ঘোষঃ ভারতের সব ফর্মাটের ক্রিকেট খেলার অধিনায়ক বিরাট কোহলি। অতিরিক্ত ক্রিকেট এবং সামনের দক্ষিণ আফ্রিকা সফর থাকায় তিনি আসন্ন ভারত শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ এবং টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। ভারতীয় ক্রিকেট নির্বাচকরা রোহিত শর্মাকে অধিনায়ক হিসাবে নির্বাচন করেছেন। রোহিত শর্মাই হলো ভারতের ২৪তম ওয়ান ডে ক্যাপ্টেন। মুম্বাই এর ৭নং যিনি ভারতের অধিনায়ক হচ্ছেন।
ভারতের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন হলেন অজিত ওয়াদেকর, তিনিও ছিলেন মুম্বাই-এর। ভারত তখন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পদার্পণ করে ১৯৭৪ সালে। তার অধিনায়কত্বে ভারত দুটি ম্যাচ দুটোতেই হেরে যায়। তারপর একে একে এস ভেঙ্কটরাঘবন, বিষেন সিং বেদি, সুনীল গাওস্কর, কপিল দেব আসেন ভারতের অধিনায়ক হিসাবে। একদিনের আন্তর্জাতিকে ভারতের প্রথম বড় সাফল্য কপিল দেবের অধিনায়কত্বে। ১৯৮৩ সালে ভারত শক্তিশালী ওয়েস্ট ইন্ডীজকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়। এরপর ভারত অস্ট্রেলিয়ার বেন্সন এন্ড হেজেস কাপ জেতে গাওস্করের নেতৃত্বে। এরপর আসেন রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকর, শ্রীকান্ত। কিন্তু এনারা সেভাবে ভারতকে সাফল্য এনে দিতে পারেননি। মহম্মদ আজহারুদ্দিন এরপর অধিনায়কের দায়িত্ব পালন করেন, ১৯৯০ সালে। তারপর তিনি দীর্ঘদিন ধরে অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত সাফল্যও পেয়েছে। তবে সেটা ঘরের মাঠে বেশি। বিদেশের মাঠে নয়। তারই মাঝে সচিন তেন্ডুলকরও ভারতের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব সামলেছেন, কিন্তু ব্যাটসম্যান হিসাবে তিনি যতটা সাফল্য অর্জন করেছিলেন। অধিনায়ক হিসাবে ঠিক ততটাই ব্যর্থ। এরপর বেটিং বিতর্কে ভারতীয় ক্রিকেটের টালমাটাল অবস্থা। দোষী সাব্যস্ত হলেন তৎকালীন অধিনায়ক আজহার। ভারতের পারফরম্যান্সও নিম্নের দিকে। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা দলের অধিনায়ক করলেন সৌরভ গাঙ্গুলীকে। সৌরভ গাঙ্গুলী সেই চ্যালেঞ্জকে শুধু নিলেনই না। ভারতীয় ক্রিকেট দলের বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ করে দিলেন। বিদেশের মাঠেও যে চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নেওয়া যায় বা লড়াই করা যায়, তার অধিনায়কত্বে সেটা পাওয়া যায়। তার এবং জন রাইট জুটি ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছেন। এরপর গ্রেগ চ্যাপেল কোচ হিসাবে আসেন। রাহুল দ্রবিড় অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০০৭ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায়। এরপর থেকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনি যুগের সূচনা। মহেন্দ্র সিং ধোনি ভারতের অধিনায়ক হিসাবে সর্বকালের সেরা অধিনায়ক হয়ে গেছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ভারত একের পর এক টুর্ণামেন্ট জিতেছে। ২০১১র বিশ্বকাপ এবং চ্যালেঞ্জার ট্রফি ভারতে জেতে। ২০০৯-২০১৬ সাল পর্যন্ত ধোনির যুগে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় যুগ। তারই মাঝে কখনো কখনো বিরেন্দ্র সেওয়াগ, সুরেশ রায়না, গৌতম গম্ভির, বিরাট ভারতের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন অধিনায়কের অনুপস্থিতিতে। এরপর ধোনই নিজে থেকেই অধিনায়কের দায়িত্ব সঁপে দেন বিরাট কোহলীকে। বিরাটের নেতৃত্বে ভারত ওয়ান ডে ক্রিকেটেও যথেষ্ট সাফল্য পাচ্ছে। মাঝে অজিঙ্ক রাহানে ভারতের ২৩তম স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসাবে ৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবার রোহিত শর্মা ১০ তারিখ থেকে ধর্মশালায় শুরু হওয়া ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।
Be the first to comment