তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা। বুধবার সন্ধ্যায় বেহালার ম্যান্টনে বিধায়ক কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বীরবাহা সাঁওতালি চলচিত্র জগতের অতি পরিচিত নাম। তৃণমূলে যোগদানের পর তিনি বলেন, ‘‘আমি মানুষের জন্য কাজ করেছি ঠিকই। কিন্তু এমন মঞ্চ পাচ্ছিলাম না, যাতে মানুষের খুব কাছে পৌঁছনো যায়। আজ আমি পার্থবাবুর হাত ধরে সেই রাস্তা পেলাম। আমি মানুষের জন্য কাজ করে দিদির হাত শক্ত করতে চাই।’’
বিধানসভা ভোটে কী প্রার্থী হতেই তৃণমূলে যোগদান? এমন প্রশ্নের উত্তরে বীরবাহা বলেছেন, ‘‘এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা দল নেবে।’’ পার্থও তাঁর এই বক্তব্য সমর্থন করেন।
বীরবাহার যোগদান প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘দলনেত্রীর অনুমতিক্রমে বীরবাহাকে দলে নেওয়া হল। তিনি আমাদের অতি পরিচিত মানুষ। বীরবাহার মা চুনীবালা হাঁসদা। সংগ্রামী পরিবার থেকে উঠে এসেছেন তিনি।
প্রসঙ্গত, বীরবাহার মা চুনিবালা হাঁসদা পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০০৬-২০১১ ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর বিধায়ক ছিলেন। মা সক্রিয় রাজনীতি করলেও বীরবাহা অভিনয় জগৎ নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু এ বার তিনিও রাজনীতির আঙিনায় পা রাখলেন। ঘটনাচক্রে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment