ভাল কাজে জুটবে পুরস্কার। খারাপ ফল করলেই কৈফিয়ত তলব। বছরে দুবার পরীক্ষায় বসতে হবে কর্মীদের। কাজে স্বচ্ছতা ও গতি আনতে অভিনব ভাবনা বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের।
বালি ও পাথর খাদান থেকে রাজস্ব আদায় করতে গিয়ে বাকি রয়ে যাচ্ছে অন্যান্য কাজ। আবার জমি-জমা সংক্রান্ত অভিযোগ জানাতে এসে বহু মানুষই অনেক সময় বিফল হচ্ছেন। বীরভূমের সর্বত্র ভূমি ও ভূমি সংস্কার দফতরের ছবটি এরকমই। সময়ে কাজ না পেয়ে দানা বাঁধছে ক্ষোভ। অসুখ টের পেয়ে রোগ নিরাময়ে নামছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর।
প্রশাসন সূত্রে খবর, জেলার ১৯টি ব্লকে পরীক্ষার ব্যবস্থা হবে ৷ রেভিনিউ ইন্সপেক্টর, ব্লক আধিকারিকদের পরীক্ষা হবে ৷ কাজের নিরিখে বছরে ২বার পরীক্ষা হবে ৷ কাজে সাফল্য পেলে জুটবে পুরস্কার ৷ প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে আর ব্যর্থ হলে করা হবে জবাব তলব ৷
এছাড়া অল্প কর্মী দিয়ে দ্রুত কাজ শেষ করতে আরও কিছু পদক্ষেপ করা হচ্ছে। ভূমি সংস্কার দফতর সূত্রে খবর, কমতে পারে চেক পোস্টের সংখ্যা ৷ কর্মীদের গাড়ি ব্যবহারে সুবিধা ৷ জমিজমা সংক্রান্ত সমস্যা মেটাতে ক্যাম্প চালু ৷
Be the first to comment