নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৯-এর প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শুক্রবার বিক্ষোভ হয় ৷ একাধিক জায়গায় পথ অবরোধ ও মিছিল হয়েছে। নলহাটিতে ৬০ নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় মানুষ।
মহম্মদবাজারে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে আজ পথসভা ও মিছিল করে। ইলামবাজারেও ব্যানার, পোস্টার নিয়ে মিছিল হয়। নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৯ পাশ হয়ে যাওয়ায় তুমুল প্রতিবাদ শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ৷ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ শুরু হয়েছে।
শুক্রবার নলহাটি বাসস্ট্যান্ডের কাছে পানাগড়-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মহম্মদবাজারের সোঁতশাল এলাকায় প্রায় ৫ হাজার লোক আজ বিক্ষোভ দেখায়। তারা স্লোগান দেয়, সাম্প্রদায়িক এই বিল মানছি না। মিছিলও করে তারা। ইলামবাজারেও এই আইনের প্রতিবাদে ব্যানার, পোস্টার নিয়ে মিছিল হয় ৷ ইলামবাজার শহর পরিক্রমা করে এই মিছিল।
Be the first to comment