করোনার বাড়বাড়ন্ত। আর তা রুখতে আংশিক লকডাউন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই মানছেন না সেই লকডাউন। এবার তা রুখতে কড়া প্রশাসন। নিয়ম ভাঙলে করতে হচ্ছে কান ধরে ওঠবোস। খুলে দেওয়া হচ্ছে বাইকের চাকার হাওয়া।
বীরভূম জেলা জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ লকডাউনের নিয়ম ভাঙলেই নেওয়া হচ্ছে কড়া ব্যাবস্থা। মাস্ক না পরলে করা হচ্ছে আটকও৷ বীরভূম জেলার সাঁইথিয়া ও দুবরাজপুর- দুই শহরে দেখা গেলো দু’রকমের ছবি। সাঁইথিয়া শহরে লকডাউনে সময় পেরোতেই রাস্তার নেমে পড়ছে পুলিশ।
মাস্ক না পরলেই করতে হচ্ছে কানধরে ওঠবোস। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দোকানের ভিতরে বসে আড্ডা মারছেন অনেকে। তাঁদেরও বাইকের চাকার হাওয়া খুলে দেওয়া হচ্ছে। নিয়ম ভাঙায় আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে৷
অন্যদিকে, দুবরাজপুর শহরেও সময় পেরোতেই রাস্তায় নেমে পড়ছে পুলিশ৷ দোকান বন্ধ করে দিচ্ছে, নিয়ম না মানায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।
Be the first to comment