ইউপিএসসি-র এনডিএ পরীক্ষায় শীর্ষস্থানে বীরভূমের ইমন ঘোষ, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইউপিএসসি-র ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) থেকে শীর্ষস্থানে রাজ্যের ইমন ঘোষ ৷ তিনি বীরভূমের বোলপুরের পাঁড়ুইয়ের বাসিন্দা। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা বললেন, “বায়ুসেনায় যোগ দিয়ে ছেলে দেশের সেবা করবে”। ইমনকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে রাজ্যের কেউ এনডিএ পরীক্ষায় প্রথম হননি। ইমনের বাবা উজ্জ্বল কুমার ঘোষ একজন প্রাক্তন সেনাকর্মী। মা গার্গী ঘোষ একজন গৃহবধূ। বাবার সঙ্গে থেকে সেনাবাহিনীর আধিকারিকদের দেখে অনুপ্রাণিত হয়েছেন ইমন। প্রথমবারই ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমি ও নেভাল অ্যাকাডেমির (II) পরীক্ষায় বসে সফল হয়েছেন তিনি।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমি আনন্দিত ও গর্বিত। বীরভূমের ছেলে ইমন ঘোষ ইউপিএসসি দ্বারা পরিচালিত ২০২৪ সালের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে। তিনি আমাদের সকলের জন্য এই কৃতিত্ব বসে এনেছে। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ থেকে কেউ এই তালিকার শীর্ষে জায়গা করে নিতে পারেননি। তাই তিনি বাকি পরীক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে উঠেছেন।”
জানা গিয়েছে, এনডিএ-এর ২০২৪ তো বটেই, নেভাল অ্যাকাডেমির (II) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন। মোট ১৮০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১০৮৪। বাবা সেনাবাহিনীতে থাকার কারণে ছোটো থেকেই প্রতিরক্ষায় আগ্রহ ছিল ইমনের। পড়াশোনাও মিলিটারি স্কুলে। শুধু পড়াশোনাই নয়, বাস্কেটবল, ফুটবল, গিটার, ক্যানভাসে ড্রয়িং, ডিবেট সবকিছুতেই নিজের দক্ষতা বজায় রেখেছেন ইমন। ছোটো থেকেই পড়ায় খুব ভালো থাকার জন্য তাঁর পরিবারের আশা ছিল, ইউপিএসসিতে ১০-র মধ্যে থাকবে। শীর্ষস্থানেই রয়েছে বঙ্গ সন্তান।
জুনের শেষ কিংবা জুলাই মাসের শুরুতে ইমনদের ব্যাচের মহারাষ্ট্রের পুণের খড়কওসলাতে ট্রেনিং শুরু হবে বলে জানা গিয়েছে। সেখানেই তিন বছরের জন্য স্থল, বিমান ও নৌবাহিনীর ক্যাডারদের প্রশিক্ষণ চলবে। এরপর ইমন ফ্লাইং অফিসারের প্রশিক্ষণ নেওয়ার জন্য হায়দরাবাদে পাড়ি দেবেন। আপাতত কিছু দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান ইমন। ইমন জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রকে নিজের ক্যারিয়ার বানাতে চেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*