আবারও এক নক্ষত্র পতন! প্রয়াত হলেন নৃত্যশিল্পী বিরজু মহারাজ। রবিবার গভীর রাতে নয়া দিল্লির বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণের সম্মানিত করা হয়েছিল প্রবীণ কত্থক শিল্পীকে। বিশ্বমঞ্চে ভারতকে নয়া পরিচিতি এনে দিয়েছিলেন তিনি। নাচের অসাধারণ মুদ্রা, চোখের জাদুতেই তিনি গোটা বিশ্বকে মুগ্ধ করেছিলেন। তাঁর অনুগামী ও ছাত্র-ছাত্রীদের কাছে তিনি পণ্ডিতজী বা মহারাজজী হিসাবেই পরিচিত ছিলেন। নাচের পাশাপাশি তাঁর কঠোর নিয়মাবর্তিতাও তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল।
সূত্রের খবর, রবিবার রাতে বিরজু মহারাজ তাঁর নাতির সঙ্গে খেলছিলেন। সেই সময়ই হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যা: ৯/আইসিএ/এনবি
তারিখ: ১৭/১/২০২২
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ (ব্রিজ মোহন নাথ মিশ্র) -এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
এই প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।
২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি পদ্মবিভূষণ, কালিদাস সম্মান, সঙ্গীত-নাটক আকাদেমি অ্যাওয়ার্ড , সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।
বিরজু মহারাজের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল।
আমি বিরজু মহারাজের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment