রেড রোডে সাজো সাজো রব। মঙ্গলবার বিসর্জন কার্নিভাল। প্রস্ততি চলছে জোর কদমে। রাজ্যের দাবি, দেশের সবথেকে বড় কার্নিভাল হবে রেড রোডে। প্রায় ৭৫টি পুজো অংশ নিচ্ছে এবারের কার্নিভালে।
দেখতে দেখতে তিন বছর। মঙ্গলের বিকেলে কলকাতার মন শুধুই রেড রোডে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু দুর্গাপুজোর বিসর্জন কার্নিভাল এবার আরও জমকালো, বর্ণাঢ্য। আয়োজনে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। শনিবার তথ্য সংস্কৃতি, পূর্ত, পর্যটন দফতরের আধিকারিক ও কলকাতা পুলিশের কর্তারা কার্নিভালের প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন। প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে বৈঠক করেন তাঁরা। রেড রোডের দু পাশে ৩০ হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকছে। দাঁড়িয়ে দেখারও সুযোগ থাকছে। রেড রোডের মাঝখানে রাজবাড়ির ঠাকুর দালানের আদলে তৈরি হচ্ছে ৮০ ফুট বাই ২৪ ফুটের মূল মঞ্চ। এখানে মুখ্যমন্ত্রী ও বিশেষ অতিথিরা বসবেন। মূল মঞ্চের ঠিক উল্টোদিকে ও মঞ্চের ডান পাশে তৈরি হচ্ছে আরও দুটি মঞ্চ। যেখানে বসবেন বিদেশি অতিথিরা। লন্ডন থেকে আসছে বিশেষ দল।
মন্ত্রী ও তাঁদের অতিথিদের জন্য থাকছে বসার আলাদা ব্যবস্থা। দেশ ও রাজ্যের শিল্পপতিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শকদের জন্য রেড রোডে বসানো হচ্ছে কয়েকটি জায়ান্ট স্ক্রিন। বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা। পাশাপাশি, রেড রোডে তৈরি হচ্ছে পুলিশের কন্ট্রোল রুম। আলোকসজ্জার মধ্যে দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প দর্শকদের সামনে তুলে ধরারও ব্যবস্থা করা হয়েছে।
Be the first to comment