বিশ্ব বাংলা শারদ সম্মানেও জায়গা করে নিলো করোনা, পুরস্কার পাবে সেরা কোভিড সচেতন পুজো

Spread the love

“বিশ্ব বাংলা শারদ সম্মান”– ২০১৩ সাল থেকে রাজ্য সরকার এই পুরস্কার প্রবর্তন করেছে। এই পুরস্কার ইতিমধ্যেই রাজ্য ছাড়িয়ে দেশ এমনকি দেশান্তরেও জনপ্রিয়তা লাভ করেছে। শরতের শিউলি প্রভাতে মা দুর্গার আগমনে আর ১০ দিন মাত্র বাকি। দুর্গা পুজো তথা শারদোৎসব বাংলা তথা বাঙালীর গণ্ডি ছাড়িয়ে জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এবারের পুজোর প্রেক্ষিত আলাদা। করোনা আবহে এবারের পুজো “অন্য পুজো”। শারদোৎসব নিয়ে বিতর্ক যাই থাক, এই পুজো বাঙালীর সংস্কৃতি তথা জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সারা বছর ক্যালেন্ডারের পাতায় ৫টি লাল দাগ অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী কবে হবে তার জন্য অপেক্ষা। এই পুজো শুধু আনন্দ উদযাপন নয়, বাংলা তথা বাঙালীর আর্থ-সামাজিক মানচিত্রে এর প্রভাব অনেক। সবচেয়ে বড় কথা শিল্পীদের সৃষ্টি-বৈচিত্রে এই দুর্গা পুজো দিনকে দিন উৎকর্ষ থেকে উৎকর্ষতর হচ্ছে। ঋদ্ধ করছে বাংলার সংস্কৃতিকে। শিল্পীর তুলির টানে অপূর্ব সুন্দর প্রতিমা অথবা নান্দনিক মণ্ডপ, রঙিন আলোর ছটা দিনকে দিন মানুষের মনকে ভরিয়ে তুলছে।

এই শারদোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে এবারেও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা, ২২টি জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের পুজোগুলোর মধ্যে নির্বাচিত কিছু পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২০ প্রদান করা হবে। কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌর নিগম, দক্ষিন দমদম পুরসভা, বরাহনগর পুরসভা, বিধাননগর পুরনিগম এলাকায় যে সকল বিষয়ে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে, সেগুলি হলো-

সেরা প্রতিমা

সেরা মণ্ডপ

সেরা ভাবনা

সেরা আলোকসজ্জা

সেরা পরিবেশ বান্ধব

সেরা আবিষ্কার

সেরা সমাজ কল্যাণমূলক পুজো

সেরা কোভিড সচেতন পুজো

সেরা শিল্পী

সেরা ঢাকেশ্রী

সেরা বিশ্ব বংলা ব্রান্ডিং

সেরার সেরা

প্রতিবারের মতো ষষ্ঠীর দিনে এবারেও ফলাফল ঘোষিত হবে। পুজো পরবর্তী সময়ে এই প্রতিযোগিতার বিজয়ী পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে। ১০ অক্টোবর বিকেল ৫টা থেকে ১৬ অক্টোবর ২০২০ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে এবং সেই সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। বিদেশের পুজোগুলিও অনলাইনেই আবেদন করবে এবং এইভাবে তাদের পুরস্কৃত করা হবে। নিউ নর্মাল পরিস্থিতিতে দুটি বিষয় বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কারে অভিনব এবং প্রশংসনীয়। তা হলো সেরা কোভিড সচেতন পুজো বিভাগটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা এবং ভার্চুয়াল মিডিয়ার সাহায্য নিয়ে কোভিড পরিস্থিতিতেও পুজোর আনন্দ থেকে মানুষকে বঞ্চিত না করে এবং শিল্প সুষমাকে স্বীকৃতিদানের সচেতনতার এই উদ্যোগ সত্যিই অভিনন্দনযোগ্য।

বিশদ জানতে www.egiyebangla.gov.in এবং www.wb.gov.in এই দুই ওয়েবসাইটে নজর রাখুন। শনিবার ১০ অক্টোবর নন্দন- ২ তে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বিভাগীয় সচিব শান্তনু বসু। ছিলেন তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*