বিশ্বভারতী অনুমতি দেয়নি তো কী হয়েছে। বিশ্বভারতীই উঠে আসছে কলকাতায়। আনছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার্স নলিনী নামে একটি দ্বিভাষিক ছবিতে হাত দিয়েছে। রবীন্দ্রনাথের কৈশোরের বন্ধু আন্না তড়খড়ে ওরফে তাঁর নাম দেওয়া নলিনীকে নিয়ে এই ফিল্মটি পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। গোড়ায় অনুমতি পেলে পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে শুটিং করায় আপত্তি জানিয়েছে। তাই ঠিক হয়েছে, কুছ পরোয়া নেহি। কলকাতার স্টুডিওতেই তৈরি হবে ১৯২১ সালের বিশ্বভারতী। পুরানো ছবি দেখে দেখে বানানো হবে সেই সময়ের শান্তিনিকেতন। মিড ডে জানাচ্ছে, পাত্রপাত্রী বাছাই শেষ। শুটিংও শুরু হতে চলেছে। ঠিক হয়েছে, তিনমাসের মধ্যে কলকাতায় বিশ্বভারতী তৈরি করা হবে। তবু হাল না ছেড়ে পরিচালক কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের কাছে ফের অনুমতির আর্জি জানিয়েছেন। আপাতত ঠিক আছে, হয় যিশু সেনগুপ্ত, নয়তো সাহেব চ্যাটার্জি ছবিতে রবীন্দ্রনাথ হবেন। নলিনী বাংলা, মারাঠি দুই ভাষাতে হবে। এছাড়া, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির অপেক্ষায় উপন্যাস নিয়েও বাংলা ছবি বানাবেন প্রিয়াঙ্কা।
Be the first to comment