পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড বেঁধে গিয়েছিল বিশ্বভারতীতে। নির্মীয়মাণ পাঁচিল, গেট ভাঙার মতো ছবিও ধরা পড়ে শান্তিনিকেতনে। উপাচার্য এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজ্যপাল।
পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যখন বিশ্বভারতী সরগরম এমন অবস্থায় একটি বিস্ফোরক প্রেস বিবৃতি সামনে এলো আজ। যে বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তথা জনসংযোগ আধিকারিক লিখেছেন, পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার অন্যতম কারণ বহিরাগতদের আনাগোনা। শুধু তাই নয়। ওই মাঠের একটি নির্দিষ্ট অংশে খারাপ কাজও চলে দেদার। মদের বোতল থেকে শুরু করে আরোও অনেক জিনিস পাওয়া গেছে বলে তিনি দাবী করেন।
একইসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ বলেছে, রাত আটটার সময় মাঠ বন্ধ হয়ে যাওয়ার পরও গভীর রাত পর্যন্ত নেশার ঠেক চলে। সেখানে গাঁজার মতো নিষিদ্ধ নেশাও চলে বলে অভিযোগ করা হয়েছে। তবে অনেকেই এই বলে বিবৃতিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
Be the first to comment