করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথায় মাথায় রেখেই এবছর পৌষ মেলা বন্ধের পথে হাঁটল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন একইসঙ্গে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিশ্বভারতীর শতবর্ষ পালন উৎসবে অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, রীতি মেনে ৭ পৌষ শুরু হবে পৌষ উৎসব। আর ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। এবছর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একইসঙ্গে এই অনুষ্ঠানে আসার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
Be the first to comment