বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে ৷ আর এই ঘটনায় CBI তদন্তের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে স্মারকলিপি দিল বিজেপির যুব মোর্চা। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে আজ একটি প্রতিনিধি দল রাজ্যপালকে স্মারকলিপি প্রদান করে ।
এদিন রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার পর সৌমিত্র খাঁ বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অবিলম্বে CBI তদন্ত চাই। পশ্চিমবাংলা, বাংলাদেশ ও ভারতের গর্ব রবিঠাকুরের শান্তিনিকেতন দখল করছে তৃণমূল কংগ্রেস। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা রাজনীতি চাই না। যখন পাঁচিল দেওয়া হচ্ছিল, তখন যদি জেলা প্রশাসন চিঠি দিয়ে একটি বৈঠক ডাকত তা হলে এই ধরনের ঘটনা ঘটত না।
কিন্তু রবিঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করা হল। আমরা চুপ থাকতে পারিনি। আমরা রাজ্যপালকে একটা স্মাকলিপি দিলাম। যদি এইভাবে চলতে থাকে তা হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত জায়গা দখল হয়ে যাবে। তাই এই ঘটনায় তদন্ত করা হোক। আর দোষীদের গ্রেপ্তার করা হোক।
প্রসঙ্গত, ১৭ অগাস্ট পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে বিশ্বভারতীতে উত্তেজনা ছড়ায়। বোলপুর-শান্তিনিকেতনের কয়েক হাজার মানুষ শান্তিনিকেতন থানা থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে জড়ো হয়ে ভেঙে দেয় নির্মাণ সামগ্রী। JCB মেশিন ট্রাক্টর নিয়ে এসে ভেঙে দেওয়া হয় নির্মাণ কাজের জিনিসপত্র। শ্রমিকদের সরিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয় কাজ। বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিসেও ভাঙচুর চালানো হয়।
Be the first to comment