পৌষ মেলার মাঠকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা নিয়ে উত্তেজনা অব্যাহত শান্তিনিকেতনে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । ভাঙচুরের ঘটনায় CBI তদন্তেরও দাবি উঠছে । এই পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া বিশ্বভারতীর ঐতিহ্য ও বাংলার সংস্কৃতি রক্ষার জন্য সকলের কাছে আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এই অবস্থায় রাজনীতির ঊর্ধ্বে উঠে শান্তিনিকেতনের ঐতিহ্য রক্ষার জন্য আজ আহ্বান জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আশা করব সকলের শুভ বুদ্ধির উদয় হবে। এই বিষয়টাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। রবীন্দ্রনাথের সংস্কৃতি, রবীন্দ্রনাথের ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে ধ্বংস হতে দেবেন না। আসুন সবাই এক সুরে, একসঙ্গে রবীন্দ্রনাথের ঐতিহ্য বিশ্বভারতীকে রাজনীতির ঊর্ধ্বে উঠে রক্ষা করি। নতুন প্রজন্মের কাছে তাঁর এই কীর্তি এই চলমান সৃষ্টিকে স্তব্ধ না করে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।”
Be the first to comment