উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করে ইস্তফা দিলেন বিশ্বভারতীর শিক্ষাভবনের অধ্যক্ষ-সহ বেশ কয়েকজন বিভাগীয় প্রধান।
সূত্রের খবর, সম্প্রতি রসায়ন বিভাগ থেকে কিছু জিনিস চুরি যাওয়ার ঘটনার পর শিক্ষাভবনে প্রবেশ সংক্রান্ত নতুন যে নিয়ম চালু করেছিলেন উপাচার্য, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করে ইস্তফা দিয়েছেন শিক্ষাভবনের অধ্যক্ষ এবং অন্তত ১০টি বিভাগের প্রধান।
রয়াসন বিভাগের ওই চুরির ঘটনায় থানায় অবশ্য কোনও অভিযোগ জানানো হয়নি। ঘটনার পর বিদ্যুৎ নিজে শিক্ষাভবনে গিয়েছিলেন। তার পরই কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, এ বার থেকে শিক্ষাভবনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পড়ুয়ারা যখনই ঢুকবেন, তখনই অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
Be the first to comment