শুধু হাজির থাকা নয় ৷ শ্বশুরবাড়ির পুজোয় নিজের হাতে সবাইকে পুজোর ভোগ পরিবেশনও করলেন তিনি ৷ একটি সাক্ষাৎকারে অর্পিতা বলেছিলেন, ‘‘আমার শ্বশুরমশাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সব সময় বলেন, মা দুর্গার ভোগ মানুষকে নিজে হাতে পরিবেশন করে দেওয়ার জন্যই। আমাদের পুজোয় কেউ যেন না খেয়ে ফিরে না যায়। এই ভাবনাকে শ্রদ্ধা করি।’’
পুজোর ভোগ পরিবেশন করার সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই ৷ যেখানে চট্টোপাধ্যায় বাড়ির বউকে ভোগ পরিবেশন করতে দেখা যাচ্ছে ৷
বেশ অনেকদিন ধরেই দুর্গাপুজো করছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ মুম্বইয়ে থাকলেও, তিনি আদতে বাঙালি ৷ কথায় আছে যে, ‘বাঙালি যেখানে যায় ৷ এক টুকরো বাংলা তৈরি করে নেয় ৷ সেই কথা মতোই মুম্বইয়ে এক্কেবারে বিরাট আয়োজন করে দুর্গাপুজো করেন অভিনেতা বিশ্বজিৎ ৷
সেই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান বহু মানুষ ৷ এ বছর জাঁকের সঙ্গেই সেই পুজো হচ্ছে ৷ আর বিশ্বজিৎবাবুর সেই পুজোতে হাজির হয়েছেন তাঁর পুত্রবধূ অর্পিতা চট্টোপাধ্যায় ৷ তিনি আগেই জানিয়েছিলেন এ বছর তাঁর মুম্বই যাওয়ার প্ল্যান রয়েছে ৷ সেই মতো তিনি মুম্বইয়ে হাজির হয়ে গিয়েছিলেন ৷
Be the first to comment