তৃণমূল ভবনে বিশ্বকর্মা পুজো

Spread the love

আজ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো পালিত হয় সারা বাংলা জুড়ে। বিশ্বকর্মা, বিশ্বের নির্মাণকারী- নবান্ন থেকে তৃণমূল ভবন। ছোট-বড় কলকারখানা থেকে বিভিন্ন মিডিয়া হাউস সর্বত্রই ভক্তিভরে পালিত হয় বিশ্বকর্মা পুজো। একসময় পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগা নানা ধরণের ঘুড়ির বাহার দেখা যেত বিশ্বকর্মা পুজোর দিন আকাশে। কার মাঞ্জায় জোর বেশি, কে আগে ভকাট্টা করতে পারে সেই নিয়ে চলত লড়াই। এখন ঘুড়ির সংখ্যা অনেকটাই কমেছে। কিন্তু নিষ্ঠা ভরে বিশ্বকর্মা পুজো পালন এখনও হয়।

তৃণমূল কংগ্রেস ভবনেও ভক্তি সহকারে পালিত হল বিশ্বকর্মা পুজো। উপস্থিত ছিলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জয় প্রকাশ মজুমদার প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*