বিশ্ব বাংলা রাজ্য সরকারের সম্পত্তি, প্রমাণ সহ আবার জানাল নবান্ন

Spread the love

বিশ্ববাংলা হলো রাজ্য সরকারের একক সম্পত্তি। রাজ্য সরকারের MSME ডিপার্টমেন্টের অধিনস্ত্য সংস্থা বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশন লিমিটেড এই লোগোর ১০০% মালিক, জানালেন রাজীভ সিনহা, MSME এর প্রিন্সিপ্যাল সেক্রেটারি।
গতকাল পাব্লিক মিটিং এ সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় অভিযোগ করেন বিশ্ববাংলা রাজ্য সরকারের নয়। এটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জীর কোম্পানী।
বিশ্ব বাংলা লোগোর জন্য CJ Associates(অভিষেক ব্যানার্জ্জীর পক্ষে) আবেদন করে ২৬/১১/২০১৩ তারিখে। কিন্তু তারা এটা ফিরিয়ে নেয় ১১/৬/২০১৪ তারিখে। এরপর রাজ্য সরকারের পক্ষ্যে পশ্চিমবঙ্গ স্টেট এক্সপোর্ট প্রোমোশন সোস্যাইটি ঐ লোগোর জন্য আবেদন জানায় ১৯/৬/২০১৪ তারিখে। রাজ্য সরকারের পক্ষে রাজীভ সিনহা, মহুয়া ব্যানার্জী- স্পেশ্যাল সেক্রেটারি,MSME, সুবল চন্দ্র পাঁজা, অ্যাডিশনাল সেক্রেটারি,MSME। এই তিনজন শুধু মাত্র বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন লিমিটেড এর শেয়ার হোল্ডার। আর কোনো শেয়ার হোল্ডার নেই। হর্ষ বি নেওটিয়া ও রুদ্র চ্যাটার্জী বলে দুজনকে এই সংস্থায় গভর্মেন্টের নমিনি হিসাবে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নেওয়া হয়।
আজ নবান্ন থেকে জানানো হয়, বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশন লিমিটেড পুরোপুরি সরকারি সম্পত্তি, কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়।
স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য্য সাংবাদিক সম্মেলন করে বলেন বিশ্ববাংলা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড ও লোগোর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বেচ্ছায় এটা পশ্চিমবঙ্গ সরকার কে দিয়েছেন। এই ব্র্যান্ড ও লোগো পশ্চিমবঙ্গ সরকারের নামেই নথিবদ্ধ করা হয়েছে। এটা এখন সম্পূর্ণভাবে রাজ্য সরকারের সম্পত্তি। নাম না করে মুকুল রায়ের বিরুদ্ধে ব্যব্যস্থা নেওয়ার ইঙ্গিত দেন স্বরাষ্ট্র সচিব। অতএব বিশ্ববাংলা ব্র্যান্ড নিয়ে মুকুল রায়ের আনা অভি্যোগ সম্পূর্ণ খারিজ করলো রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*