বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভিন রাজ্যের বাসিন্দা এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

Spread the love

 

রোজদিন ডেস্ক:- 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভিন রাজ্যের বাসিন্দা এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের আম্রপালি ছাত্রী নিবাস থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় অনামিকা সিং নামে ওই ছাত্রীর। আরজি কর-কাণ্ডের মধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্বভারতীর শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা সি ৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ছাত্রী নিবাস থেকে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে অবস্থার অবনতি হলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, এর পিছনে কোনও রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রীর মৃত্যুর খবরে পুরো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা হতবাক ও মর্মাহত। শিক্ষার্থী এবং হস্টেল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে নারাজ তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ গুজব না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*