
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সন্ধ্যায় সসম্মানে কলকাতায় নিয়ে আসা হয় বিতান অধিকারী ও সমীর গুহর নিথর দেহ। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৮ জন পর্যটকের। যাদের মধ্যে বাংলার তিন পর্যটক ছিলেন। বেহালার সখের বাজারের বাসিন্দা সমীর গুহ, পুরুলিয়ার মনীশ রঞ্জন, এবং কলকাতা বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। যারা সকলেই সপরিবারে দেশের ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু কাশ্মীরে ঘুরতে গিয়ে জীবিত ফেরা হল না আর তাঁদের।
জানা যায়, বেহালার সমীর গুহ ও বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর দেহ আজ সন্ধ্যেবেলা পরিবারের কাছে সসম্মানে ফিরিয়ে আনা হয় শেষকৃত্য সম্পন্ন করার জন্য।
বেহালার সমীর গুহ তাঁর স্ত্রী কন্যাকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। বুধবারে ফেরার কথা ছিল তাঁদের। সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন।
বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী গত ১৬ ই এপ্রিল সস্ত্রীক সন্তান সহ ভূস্বর্গ ভ্রমণে গিয়েছিলেন। তিনি থাকতেন সপরিবারে আমেরিকার ফ্লোরিডায়। স্ত্রী পুত্রকে নিয়ে কলকাতা এসেছিলেন এবং এখান থেকেই সপরিবারে ১৬ই এপ্রিল বেড়াতে যান কাশ্মীর। স্ত্রী পুত্রের সামনেই বিতানকে জঙ্গিরা ঝাঁঝরা করে দেয়।
শেষ পাওয়া খবর অনুযায়ী কেওড়াতলা মহাশ্মশানে বিতান অধিকারী ও সমীর গুহর শেষ কৃত্য সম্পন্ন করা হলো।
Be the first to comment