হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

Spread the love

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু। সোমবার সকালে বিধায়কের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃত বিধায়কের পরিবারের অভিযোগ, বিজেপি বিধায়ককে খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

তবে পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ ওই বিজেপি বিধায়ককে বাড়ি থেকে মোটরবাইকে করে কয়েকজন ডেকে নিয়ে যায় ৷ এরপর এদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

বিজেপি নেতা রাহুল সিনহাও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তিনি ৷ মৃত বিধায়কের পরিবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ৷

উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, প্রকৃত ঘটনা তদন্তে উঠে আসবে ৷

এদিন বিধায়কের দেহ উদ্ধার করতে গেলে প্রথমে উত্তেজিত জনতা এবং বিজেপি সমর্থকরা পুলিশকে বাধা দেয় ৷ পুলিশের তরফে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হলে শেষ পর্যন্ত দেহ সরাতে দেয় জনতা ৷ বিধায়কের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*