প্রয়াত অটল বিহারী বাজপেয়ির অস্থি নিয়ে “অস্থি কলস যাত্রা” শুরু করছে রাজ্য BJP। গঙ্গাসাগর, তারাপীঠ, ফরাক্কা, দক্ষিণেশ্বর ও কোচবিহারের পবিত্রস্থানে অস্থি বির্সজন দেওয়া হবে। প্রধান অস্থিটি গঙ্গাসাগরে ভাসাবেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাকি চারটি অস্থিকলস দলের জেলা সভাপতিদের হাতে তুলে দেওয়া হবে।
অস্থিকলস রাজ্যের প্রায় ১৮টি জায়গায় রাখার পরিকল্পনা করেছে রাজ্য BJP। এই যাত্রার আগে বাজপেয়িজিকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ থেকে শুরু করে BJP কর্মী-সমর্থকরা। এই অস্থিকলস কলকাতার হাজরা, রাসবিহারী, তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর সহ মোট ১৮টি পয়েন্টে রাখার পর ডায়মন্ডহারবার হয়ে পৌঁছাবে গঙ্গাসাগরে।
BJP সূত্রে খবর, রাজ্য দপ্তরে রাখা থাকবে অস্থিকলস। আগামীকাল গঙ্গাসাগরের জন্য বিশেষ শোভাযাত্রা বের হবে। রাতে গঙ্গাসাগরে রাখা থাকবে অস্থিকলস। শুক্রবার তা ভাসানো হবে।
BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “দিল্লিতে অন্য রাজ্যের পাশাপাশি এরাজ্যের সভাপতি দিলীপ ঘোষের হাতেও অস্থিকলস তুলে দেবেন অমিত শাহ। ইতিমধ্যেই দিলীপবাবু দিল্লি পৌঁছে গেছেন। রাজ্য দপ্তরে অস্থিকলস রাখার ব্যবস্থা করা হয়েছে।”
Be the first to comment